Posts Tagged ‘তন্ময়’


সুক্ষ জালের মাঝে আমি আর কতকাল আটকে থাকব?
জালের ওপাড়ে ওদের গুনগুনানি শুনে
আর কতকাল শিউরে উঠব আমি!
আমার চারপাশে শুধু ওদেরই আনাগোনা।
ওদের লেলিহান দৃষ্টি আমার দিকেই তাক করা
ওরা উদগ্রীব অপেক্ষায় আছে,
আমায় সাধ্য সীমানার মাঝে পাবার;
আয়ত্তে পাবার সাথে সাথে ওরা একা-
কিংবা দল বেধেঁ হুল ফুঁটিয়ে টেনে নিতে থাকবে,
এতদিন যক্ষের মত আগলে রাখা আমার সমস্ত রক্ত;
সবটুকু রক্ত চুষে নিয়ে, ফেলে রাখবে আঁটি সদৃশ নিথর দেহ।
সদা পিপাসার্ত এদের পিয়সা কখনো মেটে না,
ওরা সব থাকে ভার্চুয়াল আবরনের ভিতর-
চোখের সামনে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে,
দু হাতের তালু চেপে ওদের পিষে মারা যায়না-
ওদের পেট ফাটিয়ে দেখা যায় না
কতটা লাল ছিল রক্তটা –কতটা গাঢ়।
বরং প্রতিবাদ করে মাথা তুলে দাড়ালেই,
ওরাই ফেরত পাঠায় কোন স্পন্দনহীন শরীর।
সূর্যোদয় ও সূর্যাস্তের মত আজ এও যেন,
হতে চলেছে অতীব স্বাভাবিক কোন প্রাকৃতিক নিয়ম;
এ নিয়মই কি বয়ে চলবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে-
এই বলয়ের নাগপাশ কি ছিন্ন হবে না কোনদিন?
শুধু প্রশ্নই রেখে যাই-হায়!নিয়তি নির্মম-
কন্ঠে কোন ভাষা নেই-কোন উত্তর জানা নেই।